বাইজিদ মণ্ডল,ডায়মন্ড হারবার: আসন্ন লোকসভা ভোট প্রস্তুতি তুঙ্গে। তারই প্রথম ধাপ হিসেবে বুধবার অর্থাৎ আজ থেকে ম্যারাথন বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী দক্ষিণ ২৪ পরগনার আমতলায় সাংসদের অফিসে দুদিন ধরে বৈঠক করবেন।তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতটি বিধানসভা। বুধ ও বৃহস্পতিবার ২ দিন ধরে দলীয় কর্মীদের ভোটের আগে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভার বিধায়ক ও অবজারভার,ব্লক সভাপতি ,যুব সভাপতি সহ সকল নেতৃত্ব। এরই মধ্যে দলের নেতাদের উদ্দেশে কিছু নির্দেশ দিয়েছেন তিনি।ভোটের আগে কী করতে হবে, দলের নেতা-কর্মীদের ‘বড় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দল ছেড়ে যারা এসেছেন, তাঁদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান। বোঝান, আপনারা দেখেছেন তো কেন বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে!
যে সব বুথে ভোট কম পড়েছে সেই বুথে বেশি সময় থাকতে হবে। ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা বা স্পেশ্যাল যে সব কাজ করা হয়েছে সেগুলো প্রচারের সময় তুলে ধরুন আপনারা।বিরোধী প্রার্থী যেই হোক না কেন তাতে আমাদের কিছু যায় আসে না। দলের নেতারা উন্নয়নের কথাই বলবেন।এতকিছুর পরেও গত লোকসভা ও বিধানসভায় বেশ কিছু বুথে বা ওয়ার্ডে বিরোধীরা কেন লিড পেল? কেন এমনটা হল? তা চিহ্নিত করে বোঝাতে হবে আমাকে। সামনে লোকসভা নির্বাচন সেই খুঁটি নাটি সকল বিষয় নিয়ে আজ বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের এই ব্যাপারে বিশেষভাবে নজর দিতে বলেছেন। ভাইস চেয়ারম্যানকেও বিশেষ নজর দিতে বলেছেন তিনি।অভিষেক স্পষ্ট বলে দিয়েছেন, আমরা জনসাধারণের এত পরিষেবা দেওয়ার পরও আপনাদের ফল যদি খারাপ হয়, তা হলে বুঝতে হবে মানুষ আপনাদের চাইছে না। তাহলে সরে যেতে হবে। সূত্রে খবর গতবারে লোকসভায় প্রায় ৩ লাখ ২১ হাজার ভোটের ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারেও ডায়মন্ড হারবার থেকে অভিষেককে প্রার্থী করেছে দল। গত কয়েক দিন আগে বসিরহাটের সভা থেকে অভিষেক নিজেই জানিয়ে দিয়েছেন, এবারে তাঁর জয়ের ব্যবধান কত হতে পারে।বসিরহাটের সভা থেকে অভিষেক বলেন, এবারে ডায়মন্ড হারবারে চার লক্ষের ব্যবধানে বান্ডিল করব। আপনাদের বসিরহাটের জয়ের ব্যবধান চার লাখ হবে তো ? এবারে আরও ৫০ হাজার এর বেশি বাড়াতে হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজ লোকসভা নির্বাচন কেন্দ্রে সকল নেতৃত্ব দের কে কড়া হুশিয়ারি গতবারের তুলনায় এবার ভোটের লক্ষ্যমাত্রা বাড়াতে না পারলে সরতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *