দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি :- একটি ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের উদ্বোধন হল বাঘমুন্ডিতে। বুধবার পুজো অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে বাঘমুন্ডির ছাতাটাঁড় হাসপাতাল রোডে ওই ডায়াগনিস্টিক সেন্টার টি চালু হল। এদিন আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দেবাশীষ মাঝি। পাশাপাশি প্রদীপ প্রজ্জলন করেন পদ্মশ্রী প্রাপক দুখু মাঝি। উপস্থিত ছিলেন বিশ্বভ্রমণকারী সাইকেল মেন অক্ষয় ভগত, মমতা মেডিক্যাল এবং মমতা পলিক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের কর্ণধার বাসুদেব কুমার সহ এলাকার বিশিষ্টগুণীজন ও হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জানা গিয়েছে, এখানে মানবদেহের রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা করানো হবে। এর আগে শরীরের কোনো পরীক্ষা করাতে গেলে বাঘমুন্ডির বাইরে যেতে হত। কিন্তু এরপর থেকে এই এলাকায় সব ব্যবস্থা করা হল। এতে সাধারণ মানুষদের রোগ পরীক্ষায় বেশ সুবিধা হল বলে মনে করছেন বাঘমুন্ডির মানুষজন।