নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান জেলার ইস্পাত নগরী দুর্গাপুরের ১৯ নং জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আচমকা আগুন। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে। দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে একটি চার চাকা গাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায় এদিন বিকেলে বিধাননগরের বাসিন্দা সৌমিক চট্টোপাধ্যায় তার মাকে নিয়ে সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাবার সময় হটাৎ ই ডিভিসি মোড় সংলগ্ন এলাকায় গাড়ি থেকে ধুয়ো বের হতে দেখে তড়িঘড়ি গাড়ি থামিয়ে নেমে যান । তার প্রিয় দাউদাউ করে জ্বলে উঠে গাড়িটি। অল্পের জন্য দুর্ঘটনা এড়াতে সখ হয় মা ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গাড়ির আরোহী সৌমক চট্টোপাধ্যায় বলেন, “আমি বিধাননগর এলাকার বাসিন্দা। মাকে ডাক্তার দেখানোর জন্য গান্ধী মোড়ে একটা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। ডিভিসি মোড়ের কাছে হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছিল। মাকে নিয়ে নেমে যাই। মুহুর্তের মধ্যে গাড়িতে আগুন লেগে যায়।”