নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বর্ষার মরসুমে মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ রুখতে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসন। বুধবার ঝাড়গ্ৰাম জেলা পুলিশের উদ্যেগে বেলিয়াবেড়া থানার পুলিশ এর পক্ষ থেকে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে হল ডেঙ্গু নিয়ে মানুষ কে সচেতন করতে মশাবাহিত ডেঙ্গু রুখবার বিশেষ সচেতনতা শিবির। ঐ শিবিরে উপস্থিত সকলকে পুলিশ এর পক্ষ থেকে জ্বর হলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখানোর নির্দেশ দেওয়া হয়, নিজেদের বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আবেদন জানানো হয়, সেই সঙ্গে রাতে ঘুমানোর সময় মশারী ব্যাবহার করার জন্য জানানো হয়।এদিনের শিবির থেকে পুলিশ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সাধারণ মানুষকে ডেঙ্গু রোধে সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেন। পাশাপাশি এদিনের শিবির থেকে প্রায় আড়াইশো জন দুঃস্থ মানুষকে মশারি এবং পুলিশ থেকে পরিচালিত দিশা অবৈতনিক কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলা পুলিশের এডিশনাল এসপি হেডকোয়ার্টার সৈয়দ মহম্মদ মামদোদুল হাসান ,
ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী সহ আরো অনেকে।