সংবাদদাতা, ডেবরা: ডেবরায় সস্ত্রীক হাতুড়ে চিকিৎসক খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়! খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করলো ডেবরা থানার পুলিশ।মাত্র ১২ ঘণ্টার মধ্যেই এই খুনের ঘটনার কিনারা করলো পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্টি মাহাত, ঝাড়েশ্বর সিং সাউ নামে দুই অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র সহ বাইক উদ্ধার হয়েছে। টাকা লেনদেন থেকে ঝামেলার কারণে সস্ত্রীক হাতুড়ে চিকিৎসক খুন হয়েছেন। এমনই চাঞ্চল্যকর মোড় সামনে এসেছে।
সূত্র মারফত জানা গিয়েছে টাকা লেনদেন কে ঘিরে এমন নারকীয় খুনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। বাইক এ করে ওই চিকিৎসকের বাড়ি গিয়ে তার ওপর দুষ্কৃতীরা প্রথমে অস্ত্র নিয়ে হামলা চালানোর সময়, চিকিৎসকের স্ত্রী বাধা দিতে গেলে, তাকেও এলোপাথাড়ি অস্ত্রের কোপ মেরে খুন করা হয় বলে প্রাথমিক সূত্রে এই ঘটনা সামনে এসেছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই দুজনের মধ্যে এক অভিযুক্ত বান্টি মাহাত র বাড়ি খড়গপুর এলাকায়, অপরজন ঝাড়েশ্বর সিং সাউ এর বাড়ি কেশপুর এলাকায়। বুধবার অভিযুক্তদের মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে।
এ ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধিত্রিমান সরকার জানিয়েছেন, আজ আদালতে পেশ করার পর ধৃতদের হেফাজতে নেওয়া হবে,এরপর এই খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হবে।