তারক হরি, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গভ: আইটিআই ডেবরাতে একটি জব ফেয়ার এবং এপ্রেনটিশিপ মেলা -2024 অনুষ্ঠিত হল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জয়েন্ট ডিরেক্টর দুর্গাপুর রিজিওনাল নারায়ণ চন্দ্র মন্ডল, সার্কেল ইন্সপেক্টর ডেবরা বিশ্বজীৎ দাস , অধ্যক্ষ গভঃ আই টি আই হিজলী স্বপন সিকদার, BPIE গ্রুপের রেজিস্ট্রার কৌশিক পাল, এবং অধ্যক্ষ গভঃ আই টি আই শ্যামপুর সৌম্যদীপ মন্ডল।
এদিন এই জব ফেয়ার এবং এপ্রেনটিশিপ মেলাতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া,হাওড়া এছাড়াও বিভিন্ন জেলার আই টি আই ও ডিপ্লোমা কলেজ থেকে পাশ করা ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে। এই মেলাতে ৪০ টি কোম্পানী এসেছিল এবং মোট ৫৫০ জন ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করে । এর মধ্যে প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী জব ও এপ্রেনটিশিপ এর সুযোগ পেয়েছে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষা নবনীতা দাস বলেন,এই রকম মেলা প্রতি বছর হলে আই টি আই ও ডিপ্লোমা কলেজের ছেলে ও মেয়েরা বিভিন্ন কোম্পানীতে জবের সুযোগ পাবে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। অন্য দিকে এদিন জব ও এপ্রেনটিশিপ এ সুযোগ পাওয়া ছেলেমেয়েদের মুখে খুশির ছাপ স্পষ্ট হয়েছে।