March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

তিন দিনের কর্মসূচিতে কলকাতা এলেন রাজযোগিনী শিক্ষিকা রুকমণি

নিজস্ব প্রতিনিধি:তিন দিনের কর্মসূচিতে রাজস্থানের মাউন্ট আবু প্রজাপিতা ব্রহ্মা কুমারীদের প্রধান কার্যালয় থেকে সিনিয়র রাজযোগিনী শিক্ষক রুকমণি দিদি জি কলকাতায় পৌঁছাঁলেন।
প্রথমে দিদিজি ভাই-বোনদের মধ্যে কলকাতার বরানগর সেবা কেন্দ্রে পৌঁছাঁন যেখানে তাকে সাংস্কৃতিক আচারের মাধ্যমে স্বাগত জানানো হয় এবং তারপরে দিদিজি সমস্ত ব্রহ্মাকুমারী ভাই ও বোনদের সাথে দেখা করেন এবং এই দুর্যোগে কীভাবে যোগ তপস্যাকে আরও গভীর করতে হয় সে সম্পর্কে অনুপ্রেরণা পান। তিনি প্রত্যেককে একটি ঐশ্বরিক উপহার দেন।
এরপর বরানগর সেবা কেন্দ্র আয়োজিত ধর্ম সম্মেলন অনুষ্ঠানে দিদিজি, ব্রহ্মাকুমারী সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে, তাদের রাজস্থানের মাউন্ট আবুতে আসার আমন্ত্রণ জানান এবং তাদের অনেক ইতিবাচক যুক্তি দিয়ে অনুপ্রাণিত করেন এবং তথ্য সহ অনেক উদাহরণ দিয়ে তিনি এটি প্সিদ্ধ করেন যে ঈশ্বর এক, এবং আমরা সবাই ঈশ্বরের , পরম পিতার সন্তান – ভাই ভাই এবং পুরো বিশ্ব একটাই সংসার।
এই কর্মসূচীতে, শাখার প্রধান ইনচার্জ ব্রহ্মাকুমারী কিরণ দিদি জি, সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেন।শেষে, ব্রহ্মা কুমারী পিংকি দিদি জি রাজযোগ ধ্যানের অভিজ্ঞতা নিতে এবং রাজযোগ শিবিরে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি হিউম্যান রাইটস শান্তি দাস জি, সনাতন ধর্মের কাজী মাসুম আখতার, আদি গুরু শঙ্করাচার্য সংস্থার দেবাশীষ গোস্বামী, ভারতের গুডনেস মিশনের বিশপ ডঃ শ্রীকান্ত দাস জি, বেদান্ত সোসাইটি অফ বিরাটিকা স্বামী অচ্যুদানন্দ জি। উপস্থিত ছিলেন ডঃ জে বি গাঙ্গুলী, স্পেশাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড থেকে জে কে আগরওয়াল, ডব্লিউডব্লিউই মহিলা কল্যাণ সমিতির সভাপতি শ্রীমতি মঞ্জরী পান্ডে, গুরু নানক প্রযুক্তি ইনস্টিটিউট থেকে উপস্থিত ছিলেনঅধ্যক্ষ মিঃ স্বরূপ মিত্র, কে কে দুবে – অধ্যক্ষ কেন্দ্রীয় বিদ্যালয়, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কে জেভিয়ার্স গোমস, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মেসি থেকে প্রিন্সিপাল, লোপামুদ্রা ম্যাম উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠান শেষ করে রুকমণি দিদি জি বসিরহাট সেবা কেন্দ্রে পৌঁছাঁ ন। সেখানেও ব্রহ্মাকুমারী ভাই-বোনেরা দিদিজিকে স্বাগত জানান ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.