সঙ্কেত ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা হতেই প্রত্যাশামতো তৃণমূলের অন্দরে শুরু হয়েছে দ্রোহকাল। টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন একের পর এক তৃণমূল নেতা। এবার সেই তালিকায় যোগ হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নাম। এমনিতেই ঠোঁটকাটা বলে পরিচিত হুমায়ুন সাহেবের স্পষ্ট হুঁশিয়ারি, বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী মানবেন না তিনি। তাঁর বিরুদ্ধে ভোট করাবেন। এমনকী দরকার হলে নিজের দল তৈরি করে তার টিকিটে বহরমপুরে ভোটে লড়বেন তিনি।
তিনি আরও বলেন, ‘দলের এই সিদ্ধান্ত আমার কাছে অবমাননাকর। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাব। নির্বাচনটা ঘোষণা হোক। তার পর দেখাচ্ছি কী করতে পারি। দরকার হলে নিজে দল তৈরি করে তার টিকিটে বহরমপুর থেকে প্রতিদ্বন্দিতা করব’।শুধু তাই নয়, হুমায়ুন আরও সুর চড়িয়েছেন। তিনি বলেন, ‘আমি এই বিষয়টি মানছি না।’ তাঁর আরও তাৎপর্যপূর্ণ বার্তা, ‘নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর আমি আমার সিদ্ধান্ত জানাব। রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। ২০১৬ সালে যা ঘটেছিল, আমার বিরুদ্ধে তৃণমূলেরই একটা অংশ বিরোধিতা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আমাকে টিকিট না দেয় তা ওরা পাকা করেছিল। রাজনীতি সম্ভবনাময় শিল্প।’
উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে BJP-র প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবীর। পরে অবশ্য তিনি দল বদল করেন। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে ভরতপুরের প্রার্থী করে তৃণমূল। সেখানে তিনি ভোটে লড়ে জয়ীও হন। কিন্তু, এরপরেই তাঁর বিভিন্ন মন্তব্য নিয়ে শোরগোল পড়ে। দলীয় তরফে হুমায়ুন কবীরকে সতর্কও করা হয়। এবার লোকসভা নির্বাচনের মুখে নতুন দল গড়ার হুঁশিয়ারি শোনা গেল হুমায়ুনের কণ্ঠে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি লোকসভা নির্বাচনের আগেই নয়া দল গড়বেন হুমায়ুন?

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *