নিজস্ব প্রতিনিধি: রূপনারায়ানপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে ও কেক কেঁটে পালিত হলো তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস।এদিন দলীয় পতাকা উত্তোলন করেন ব্লকের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।তাছাড়া এদিন ব্লক কার্যালয় থেকে ১১০জন গরীব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।এবং অসহায় ছাত্রছাত্রীদের দেওয়া হয় বই।
পাশাপাশি কালীপাথর মেশিনারি অফ চ্যারিটিতে গিয়ে প্রায় আড়াইশো জন কুষ্ঠ রোগীকে বস্ত্র ও ফল মিষ্টি বিতরণ করা হয়।তাছাড়া ব্লকের সমস্ত দলীয় কার্যালয়ে আজকের দিনটি পালন করা হয়।এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানান বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের আজকের দিনটি ব্লকের সমস্ত দলীয় কার্যালয়ে পালন করা হচ্ছে।প্রতি বছরের মত এই বছরও দলীয় পতাকা উত্তোলন করে,কেক কেটে মিষ্টি মুখ করিয়ে দিনটি পালন করা হচ্ছে।তাছাড়া আজ অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো।এবং কয়েকজন ছাত্রছাত্রীদের হাতে খাতা বই তুলে দেওয়া হলো।
সালানপুর ব্লকের লেফ্ট ব্যাংক দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কার্যালয়ে ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ সংগঠনের কর্মীরা মিলে দলীয় পতাকা উত্তোলন করে ও কেক কেঁটে তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করলেন।এদিন শ্রমিক নেতা মনোজ তেওয়ারী জানান ২৭তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সমস্ত মানুষকে ধন্যবাদ।তৃণমূল মানে উন্নয়ন।আর বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলবে।তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝি,তৃণমূল নেতা মবিন খান সহ আরো অনেকে।