তৃণমূলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবির তত্ত্বাবধানে রক্তদান শিবির

তৃণমূলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবির তত্ত্বাবধানে রক্তদান শিবির

বাইজিদ মন্ডল, মগরাহাট:- তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি সর্দার এর তত্ত্বাবধানে পতাকা উত্তোলন ও বিরাট রক্তদান শিবির ও বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার এসডিপিও শাকিব আহমেদ, জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা, উস্থি থানার ওসি আসাদুল শেখ, জেলা পরিষদের সদস্য পূর্ণিমা হাজারিকা, জেলা পরিষদের সদস্য নূর খাতুন বিবি সর্দার ,প্রধান মৌ মুখার্জি সহ ইয়ারপুর অঞ্চলের আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এদিন কেক কেটে ,দলীয় পতাকা উত্তোলন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় রক্তদান কর্মসূচি। উদ্যোক্তা জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি সর্দার তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট সমাধানের লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় ১০০ জন মানুষ রক্তদান শিবিরে অংশ গ্রহন করে স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে তিনি জানান। ওই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন। এই উদ্যোগে খুশি এসডিপিও সাকিব আহমেদ,সাংসদ বাপি হালদার,বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা সহ ওই এলাকার সর্বস্তরের মানুষজন। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা রক্তদান শিবিরে অংশ গ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবাইকে আগামী দিনে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *