নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার একটি জনসংযোগ যাত্রা শুরু হল। এদিন পিংলার কুসুমদা ১ নম্বর অঞ্চলের সাহারা উত্তর ও দক্ষিণ বুথ এলাকায় এই জনসংযোগ যাত্রায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে রাজ্য সরকারের নানান উন্নয়নমুখী প্রকল্প গুলি তুলে ধরা হয়।
এদিন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেম্বার তথা পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি ১ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি খোকন চন্দ,অঞ্চল প্রধান মাননীয় সাউথ খান,পঞ্চায়েত সমিতির সদস্যা অপর্ণা বাকলি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা।