দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- সারা রাজ্যের পাশাপাশি বাঘমুণ্ডি ব্লক জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস ১৯৯৮ সালের ১ লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। তারপর থেকেই প্রতিবছরই ১ লা জানুয়ারি দিনটি প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সোমবার সকালে পুরুলিয়া জেলার সমস্ত ব্লকে পাশাপাশি বাঘমুণ্ডি ব্লকের বিভিন্ন অঞ্চলের দলীয় কার্যালয়গুলিতে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বাঘমুণ্ডির তুন্তুড়ী-সুইসা অঞ্চলে পতাকা উত্তোলন শেষে জেলা কমিটির সম্পাদক যুগল চন্দ্র কুইরি জানান, দলনেত্রীর দেখানো পথেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগিয়ে যাবে। পাশাপাশি অঞ্চলের সকল সাধারণ মানুষ ও কর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *