নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:

এলাকার স্থানীয় তৃণমূল নেতার হাতে আক্রান্ত হলেন এক গৃহবধু ও তাঁর স্বামী, তাদের আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছেন দম্পতির দুই কন্যাও। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্তরা।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত খাঞ্চাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামনগর কামালপুর এলাকায়।
সূত্রে জানা যায়, জয়ন্ত মণ্ডল নামে এক ব্যক্তি রাস্তার পাশে নিজস্ব জায়গায় একটি দোকান ঘর করছিলেন। ওই দোকানের নির্মাণ কাজ চলাকালীন সদলবলে সেক মুক্তার আলী ও আক্তার আলী নামে স্থানীয় দুই তৃণমূল নেতা এসে তাকে মারধর শুরু করে,এ ঘটনায় তার স্ত্রী ও কন্যারা এসে বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হন তৃণমূল নেতারা।
আক্রান্ত দম্পতির অভিযোগ, নিজস্ব দোকানের পাশেই ঢালাইয়ের কাজ করার সময় ওই তৃণমূল এসে প্রথমে জয়ন্তর ওপর চড়াও হন, তাকে মারধর শুরু করে, এরপর তার স্ত্রী ও কন্যারা ছুটে এসে বাধা দিতে গেলে তারাও আক্রান্ত হন বলে অভিযোগ।
যদিও এই বিষয়টি অস্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত বলেন, ওই ব্যাক্তি রাস্তার জায়গা দখল করে তিনি নির্মাণ করেছিলেন,এতে এলাকার মানুষের অসুবিধা হওয়ায় তারা প্রতিবাদ জানিয়েছে।এ ঘটনায় তৃণমূলের কোনও যোগসাজশ নেই বলেই কার্যত সকল অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
তবে এই ঘটনায় ইতিমধ্যেই আক্রান্ত দম্পতি দাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *