বিশেষ প্রতিনিধি: লোকসভা ভোটে ২৩টি আসন পেতে পারে তৃণমূল। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত। বিজেপি পেতে পারে ১৯টি আসন। তবে বিরোধীদের উড়িয়ে তৃতীয়বার ক্ষমতায় আসতে পারেন মোদি। স্পষ্ট ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। ৩৭০-এর কাছাকাছি থামতে পারে এনডিএ। ১৫৬তেই থমকে যেতে পারে ইন্ডিয়া জোট?

এখনো যতগুলো সমীক্ষা আছে সবাইএটা মেনে নিচ্ছেন যে মোদীজি আর একবার ক্ষমতায় আসছেন। মোদি জি যে স্লোগান দিয়েছে NDA চারশো পার BJP ৩৭০। মোটামুটি সমীক্ষা সেদিকেই যাচ্ছে। ইলেকশন প্রচার যত গতি নেবে ডিক্লেয়ার হয়ে যাবে candidate মোদীজির দিকে আরও সমর্থন বাড়বে।

দুদিন আগে একটা চ্যানেলে দেখিয়েছে BJP ২৫টা TMC ১৭টা চলছে সমীক্ষা বিভিন্ন রকম আসবে ইলেকশন ঘোষণা হয়নি ইলেকশন ঘোষণা হবে নির্বাচনী প্রচার শুরু হবে তারপরে বাস্তবের কাছাকাছি যাবে কিন্তু ট্রেন্ড যেটা বিজেপির ভোট বাড়ছে তৃণমূলের ভোট কমছে।

তবে রাজ্যে ৭ শতাংশ ভোট পেলেও, সমীক্ষায় কোনও আসন পাচ্ছে না বাম-কংগ্রেস। সেই জন্য বাম কংগ্রেস মারিয়া চেষ্টা চালায় রাজ্যে ইন্ডিয়া জোট কে সফল করার জন্য।তবে তৃনমূল সুপ্রিম কাছে এটা পরিষ্কার আখেরে বাম কংগ্রেস এরাজ্যে কোন দাগ কাটতে পারবে না আর তাই তিনি একলা চলো নীতিতেই সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন।

আজই লোকসভা ভোটের দিন ঘোষণা। ১৬ এপ্রিল থেকে ভোট হতে পারে ১ মাস ধরে। বাংলায় হতে পারে ৭ দফায়। একসঙ্গে রাজ্যে ২ উপনির্বাচনেরও সম্ভাবনা?

দেশের লোক অপেক্ষা করে আছে কবে ইলেকশন ঘোষণা হচ্ছে। রাজনীতির পার্টির কর্মীরাও প্রস্তুত ভোটের জন্য। ঘোষণা হয়ে যাক তারপর বাকি সব শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিশেষ করে অনেকগুলো ভাগে করা উচিত যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *