নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে এবার সরাসরি বিক্ষোভ পদর্শন করলেন শাসক দলেরই প্রায় ১০ জন কাউন্সিলর! ঘটনার জেরে শাসকদল তথা তৃণমূল যে অসস্থিতে পড়ল এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
বুধবার পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনে পুরসভার সামনেই ফেস্টুন টাঙিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষুব্ধ কাউন্সিলররা।
তাঁদের দাবি,পৌরপ্রধানের স্বৈরাচারী মনোভাব, সঠিক ভাবে ফান্ড বণ্টন না করা, উন্নয়নের নামে টাকা নয়ছয় সহ একাধিক দাবিতে গর্জে ওঠেন তেরো জন কাউন্সিলর। পাশাপশি এদিন তাঁরা পুরপ্রধানের পদত্যাগেরও দাবিও তোলেন। যদিও এই ঘটনার পরেই পুরপ্রধান সৌমেন খান বিক্ষোকারীদের সাথে কথা বলতে সচেষ্ট হন, তারপরেও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন বিক্ষুব্ধরা।
এদিকে ঘটনাটিকে কাটাছেঁড়া করে বিশ্লেষণ করতে ছাড়েনি রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে কি দলের উচ্চ নেতৃত্বদের সাথে সমন্বয়ের ব্যাঘাত ঘটছে! তাই কি দলের অন্দরে ধীরে ধীরে ক্ষোভের আগুন জ্বলে উঠছে! এগুলো তারই প্রতিফলন? প্রশ্ন উঠেছে একাধিক!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *