নিজস্ব প্রতিনিধি: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো তেল ভর্তি টেংকার গাড়ি। ঘটনাটি ঘটেছে আসানসোলের এস বি গরাই রোডের ময়দা কল মোড়ের কাছে। তেল ভর্তি টেংকার গাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।গাড়ির চালক প্রদীপ পাল বলেন, ভারত পেট্রোলিয়ামের ট্যাংকারে ওয়েরিং শর্ট হয়ে আগুন লেগে গেছিল। গাড়ি ভর্তি পেট্রোল আছে। রাজবাঁধ থেকে আসছিল এখান থেকে কিছু দূরে আনলোড হতো। হঠাৎ আগুন লেগেছে বলেই অনুমান।ঘটনাস্থলে স্থানীয় লোকেদের সহযোগিতা এবং একটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে বড়সড় দুর্ঘটনা হাত থেকে অল্পের জন্য রক্ষা।
স্থানীয় ব্যবসায়ী পলাশ রায় বলেন, হঠাৎ ভারত পেট্রোলিয়ামের একটি ট্যাঙ্কারে আগুন লেগে গেছিল। স্থানীয় যুবকরা অনেক কষ্ট করে আগুন নিভিয়েছে। তারপর দমকলবাহিনী আসে। এখন পরিস্থিতি ঠিক আছে। পুরো গাড়িতে পেট্রোল লোড আছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখন দমকলের একটি ইঞ্জিন এসেছে। বাজারের ভেতরে আগুন লেগেছে।