নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:
সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে গেল গোটা একটি তামার কাজের কারখানা।
স্থানীয় সূত্রে জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হোসনাবাজার এলাকায় একটি তামার অলঙ্কার তৈরির কারখানা ছিল সোমবার রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ আগুন লাগে কারখানায়।আগুনের লেলিহান শিখার সাথে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনার পরেই দমকলে খবর দেওয়া হলে প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।পরে আরোও একটি ইঞ্জিন আসে।
টানা বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল ও পুলিশ।
তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকেরা।
এদিকে দাসপুরেই সান্ধ্যকালীন প্রচারে ছিলেন ঘাটাল লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী।খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন।