নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর এক নম্বার গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর চৌকনের কেনেলপাড় বস্তি এলাকায় এক যুবক তার স্ত্রীকে দা দিয়ে কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করেছে। জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল মল্লিক নামে ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে তার স্ত্রী পারভীনা বিবির সঙ্গে বচসা করে। পরে মঙ্গলবার ভোর নাগাদ দা দিয়ে তার গলা ও পেটে কোপ মারে। চিৎকার শুনে পাড়া-প্রতিবেশীরা এসে পারভীনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং শহিদুলকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শহিদুলকে গ্রেফতার করেছে। আহত পারভীনার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।