March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

দিল্লিতে ‘আপকে সাফ’,২৭ বছর পর বিজেপির দুর্দান্ত কামব্যাক

সঙ্কেত ডেস্ক: তিন দশকের খরা কাটিয়ে মোদী ম্যাজিকে দিল্লিতে গেরুয়া ঝড়ের দাপট। ৪৮ আসনে বড় ব্যবধানে জয় ছিনিয়ে দিল্লির মসনদে পদ্মশিবির।মুখ থুবড়ে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল । ২৭ বছর পর দিল্লিতে প্রত্যাবর্তনের পথে বিজেপি । শনিবার দিল্লির বিধানসভা ভোটের গণনা শুরু হওয়ার পর থেকেই জয়ের চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল। ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮ টি আসনে মারকাটারি জয় গেরুয়া শিবিরের। কেজরিওয়ালের নেতৃত্বে আপ ২২ টি আসন পেয়েছে। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে জয়ের জন্যে প্রয়োজন ৩৬টি আসন। সেই গণ্ডি পার করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানী দখলের পথে ছুটে চলেছে পদ্ম শিবির। ১৯৯৮ সালে শেষবার দিল্লি শাসন করেছে বিজেপি। দলের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তার পর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। ২০১৩ সালে প্রথম বার দিল্লির ক্ষমতায় আসে অরবিন্দ কেজরিওয়ালের আপ।
বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই নিজের এক্স হ্যান্ডেল থেকে ভিডিয়ো বার্তা পাঠালেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল । বললেন, ‘ভোটের ফলাফল প্রকাশিত। জনগণের রায় আমরা মাথা পেতে নিচ্ছি’।দিল্লি জয়ের জন্যে বিজেপিকে অভিনন্দন জানিয়ে কেজরি বললেন, ‘যে আশা নিয়ে জনতা বিজেপিকে জিতিয়েছে, আমি আশা করি ওরা তা পূরণ করবে’। দিল্লির শাসক দল হিসাবে নয়, বরং আগামী দিনে দিল্লিতে তাঁরা গঠনমূলক বিরোধী দল হিসাবে নিজের ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন আপ আহ্বায়ক।
এদিকে ফলাফল সামনে আসতেই খুশির হাওয়া গেরুয়া শিবিরে। ‘উন্নয়নের এক নয়া ইতিহাসের সাক্ষী থাকবে দিল্লি’, সিনিয়র বিজেপি নেতা প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, “কেজরিওয়াল স্রেফ মিথ্যার উপর ভর করে চলেছেন। অপর দিকে মানুষের জন্য কাজ করে গেছে বিজেপি। এই দুইয়ের তুলনা আজ ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে। মানুষ বিজেপিকে দুহাত ভরে আর্শীবাদ করেছে।
অপর দিকে দিল্লি থেকে অরবিন্দ কেজরিওয়ালের ‘আপ-দা’-কে দূর করে জনগণের কাছে মাথানত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পরে মোদী বলেন, ‘জনশক্তি সর্বশ্রেষ্ঠ! উন্নয়নের জয় হল। সুশাসনের জয় হল। বিজেপিকে এই অভাবনীয় এবং ঐতিহাসিক জনাদেশ দেওয়ার জন্য দিল্লির প্রিয় বোন ও ভাইদের কাছে মাথানত করছি। এই আশীর্বাদ পেয়ে আমরা গর্বিত।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.