সঙ্কেত প্রতিনিধি; আজ ৭ই পৌষ । দীর্ঘ তিন বছর ধরে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা বন্ধ থাকার পর আজ চিরাচরিত প্রথা মেনে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে শান্তিনিকেতনে ছাতিমতলায় পালন করা হলো পৌষ উৎসব।তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ নয়। রাজ্য সরকারের তরফেই এবারের পৌষমেলার আয়োজন করা হয়েছে। এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট পৌষমেলা হবে না বলে জানিয়েছিল।
আজ ‘মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে’ গানে বৈতালিক এবং উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হল ১২৫তম পৌষমেলা। রবিবার ভোর হতেই শান্তিনিকেতন গৃহ থেকে ভেসে এল সানাইয়ের সুর। পরে ছাতিমতলায় হল উপাসনা। সকাল সাড়ে সাতটা নাগাদ উপাসনায় অংশ নিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য।
রবিবার পৌষমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ভার্চুয়াল উদ্বোধনে যোগ দিয়ে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গা কেউ কলুষিত করুক চাই না। কোনও স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্বভারতী চালালে হবে না। আশ্রমিক থেকে পড়ুয়া সকলকেই সম্মান দিতে হবে।

আজ থেকে অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ঐতিহ্যবাহী পৌষ মেলা চলবে পূর্বপল্লীর মাঠে। এই পাঁচ দিন কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদী বীরভূম জেলা প্রশাসন।মেলা চত্বর জুড়ে কড়া পুলিশের নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *