March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

দুই তৃতীয়াংশের বেশি আসন পাব,চতুর্থবার সরকার গড়ব।”-মমতা বন্দ্যোপাধ্যায়

সঙ্কেত ডেস্ক: দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে পরাজিত করে ক্ষমতা দখল করেছে বিজেপি। রাজধানীতে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘যদি কংগ্রেস দল দিল্লিতে আম আদমি পার্টিকে সাহায্য করত এবং আম আদমি পার্টি হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করত, তাহলে ফলাফল অন্যরকম হত…। বাংলা নিয়ে চিন্তা করো না, কারণ রাজ্যে কোনও কংগ্রেস নেই।
সোমবার রাজ্য বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির ভোট প্রসঙ্গে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দুই দলের কোন্দলকেই এই ফলের জন্য দায়ী করেন তিনি। বলেন, “দিল্লির ভোটে কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করত, তাহলে এই ফল হত না। ওদিকে, আপও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। একসঙ্গে থাকলে এমন ফল হত না।”
দিল্লির নির্বাচনী ফলাফলের পর বিজেপি ইতিমধ্যে দাবি করতে শুরু করেছে যে, আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও রঙ বদলাতে চলেছে। কেজরিওয়ালের মতোই বিদায়ের পথে মমতা। এই ইস্যুতেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন, “বাংলায় কংগ্রেসের কিছু নেই। একাই লড়ব। আমরা একাই যথেষ্ট। দুই তৃতীয়াংশের বেশি আসন পাব। আমরা চতুর্থবার সরকার গড়ব।” দলীয় বিধায়কদের সতর্ক করে দেন মমতা। বলেন, “বিজেপি ভোটে জেতার জন্য ভিনরাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে। সতর্ক হতে হবে।যাবতীয় বিভেদ ভুলে দলীয় বিধায়কদের বিধানসভা ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে বললেন তিনি। দিল্লি ভোটের ফলের পর যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে যখন দলের অন্দরেই দোলাচল তৈরি হয়েছে তখন মমতার এই মন্তব্যকে ভোকাল টনিক বলে দাবি করছেন অনেকেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.