নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুদিনের বীরভূম সফরে যাচ্ছে মুখ্যমন্ত্রী।শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নেমে সড়ক পথে বীরভূম যাবেন তৃনমূল সুপ্রিমো।বিমান বন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন জেলাশাসক, পুলিশ কমিশনার এবং রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং সাথে অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা,ও তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।
অন্ডাল বিমানবন্দর থেকে সড়কপথে শান্তিনিকেতনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। শান্তিনিকেতন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আমারকুটির রাঙাবিতান সরকারি রিসটেই রাত্রিবাস করবেন। সেখানেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বর সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো।একবার সংগঠনের হাল–হকিকতও জেনে নেবেন নেত্রী।সামনে লোকসভা নির্বাচন জেলা তৃণমূলের প্রাক্তন কান্ডারী অনুব্রত মণ্ডলের আপাতত তিহার জেলে,আগেই তিনি বীরভূম জেলার কোর কমিটি করেছিলেন, সেখানে আজও কোনো জেলা সভাপতি নেই। সম্ভাবনা আছে সেখানে তিনি নতুন করে জেলা কমিটি গঠন করতে পারেন।
তারপর রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বীরভূমের জেলার সদর শহর সিউড়িতে। সেখানের চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগ দেবেন।
সেখানে দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পে যাঁরা জমি দিয়েছেন সেইসব জমিদাতাদের হাতে তুলে দেবেন সরকারি নিয়োগপত্র।পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।এই জেলা সফরকে কেন্দ্র করে বীরভূম জুড়ে সাজসাজ রব। তাই প্রশাসনের অন্দরে ব্যস্ততা তুঙ্গে।

তারপর সিউড়ি থেকেই আকাশপথে কলকাতা রওনা দেবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *