নিজস্ব প্রতিনিধি: ট্রাকের ধাক্কায় মৃত্যু শ্রমিকের আর সেই মৃতদেহ পাচারের অভিযোগে চাঞ্চল্য ছাড়ল দুর্গাপুরের বামুনাড়া শিল্পতালুকের এক বেসরকারি কারখানায়। এরই জেরে ব্যাপক ভাঙচুর করা হয় কারখানা চত্বরে। উত্তেজিত জনতার হাতে নিগৃহত হয় কারখানার আধিকারিকরা, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সুজয় বিশ্বাস (২৬)। তিনি কাঁকসা এলাকারই বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত ১১টা নাগাদ।সুজয় কারখানাতে বেশ কয়েক বছর ধরে কাজ করছিলেন কাজ শেষে রাতে বিশ্রাম করার জন্য কারখানার ভিতরে শুয়ে পড়েছিলেন। সেই সময় কারখানার ভিতরে মাল ওঠানো নামানোর জন্য ট্রাক প্রবেশ করেছিল। তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সুজয়কে পিষে দেয়। এর ফলে ঘটনাস্থালেই মৃত্যু হয় সুজয়ের।
শ্রমিকদের অভিযোগ,সুজয়কে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি ।একটি চরচাকা গাড়িতে করে সুজয়ের মৃতদেহ অন্য কোথাও ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল কারখানা কর্তৃপক্ষ। তবে তার আগেই স্থানীয়রা তা দেখে ফেলেন। এরপর দেহ ফেলে রেখে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।মৃতদেহ লোপাটের অভিযোগে কারখানার ভিতরেই চারচাকা গাড়ি এবং ট্রাকটিতে ভাঙচুর চালান স্থানীয়রা।শ্রমিকরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি এবং ক্ষতিপূরণের দাবিতে সরব হয়।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কারখানা কতৃপক্ষের অবশ্য মৃত দেহ লোপাটের চেষ্টার অভিযোগে অস্বীকার করেন। শেষ পর্যন্ত নিয়ম অনুসারে ১৩ লক্ষ টাকা এবং দাহ খরচ করার জন্য ৫০ হাজার টাকা হবে এবং একজনকে চাকরির দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *