দুর্গাপুরে গৃহপালিত পশুদের জন্য চালু হল মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিক
নিজস্ব প্রতিনিধিঃ অবশেষ দুর্গাপূরবাসীদের প্রিয় গৃহপালিত পশুদের চিকিৎসা জন্য অত্যাধুনিক পেট্স ক্লিনিক চালু হলো দুর্গাপুর ।রবিবার এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পথ চলা শুরু করল“মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিক”।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা আবির চট্টোপাধ্যায়,ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ফোরাত আব্বাস, ডিএভি মডেল স্কুলের অধ্যক্ষ্যা পাপিয়া মুখার্জি প্রমুখ।
উল্লেখ্য বেঙ্গল অম্বুজায় অবস্থিত এই “মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিক”কে প্রায় প্রতিদিনই উপস্থিত থাকবেন বিখ্যাত পশু চিকিৎসকরা। পোষ্যদের জন্য বিশ্বমানের সমস্ত রকম চিকিৎসা পরিষেবা এই অ্যাডভান্স ক্লিনিকে দেওয়া হবে। বিশেষত স্পেশাল গ্রুমিং, রেগুলার হেলথ চেকআপ, ভ্যাক্সিনেশন, সার্জারি, ডেন্টাল কেয়ার সহ থাকছে আপাতকালীন চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। দ্রুত নগরায়ন ও আধুনিকতার ছোঁয়ায় নিঃসন্দেহে আজ এই ধরনের ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিকের প্রয়োজন ছিল দুর্গাপুর শিল্পাঞ্চলে।