দুর্গাপুরে শুরু হলে ১০ দিন ব্যাপী কল্পতরু মেলা

দুর্গাপুরে শুরু হলে ১০ দিন ব্যাপী কল্পতরু মেলা

নিজস্ব প্রতিনিধিঃ ভক্তদের মনোবাঞ্ছা পূরণে কল্পতরু হয়েছিলেন ঠাকুর রামকৃষ,আর সেই ঘটনাকে সাক্ষী রেখে
তাঁর অনুগামীরা এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১লা জানুয়ারি কল্পতরু উৎসব পালন করে আসছে।দেশের নানা প্রান্তের মত দুর্গাপুরে ও পালিত হয় কল্পতরু উৎসব । আর এই উপলক্ষে প্রতি বছরই স্থানীয় দুর্গাপুর স্টেশন সংলগ্ন কোক ওভেন এলাকায় অবস্থিত গামন ব্রিজ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় কল্পতরু মেলা। বুধবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো ৪৪তম কল্পতরু উৎসব।প্রদীপ জ্বালিয়ে কল্পতরু উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক,ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।

উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক রামকৃষ্ণের মতাদর্শের কথা তুলে ধরেন । একই সঙ্গে এই অনুষ্ঠানে দুর্গাপুরের কল্পতরু উৎসব কমিটির পক্ষথেকে অনন্য বছরের মতো এবারও প্রতি বছরের মতো এবছরও রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে। উদ্বোধনী অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারপার্সেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল,মেলা কমিটির সম্পাদক বিপ্লব বসু ঠাকুর সহ মেলা কমিটির উদ্যোক্তারা।

উল্লেখই এ বছরে কল্পতরু উৎসব মেলার প্রধান আকর্ষণ দক্ষিণ ভারতের বিষ্ণু মন্দিরের আদলে তৈরি গেট। দশদিন ব্যাপী এই মেলায় থাকছে প্রায় ২৫০শোটি স্টল। রয়েছে বই মেলাও। মেলায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে বিশেষ নজরদারি চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানার পুলিশ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *