নিজস্ব প্রতিনিধি: আসানসোল বিশেষ সংশোধনাগারে করা হয় লাইব্রেরি দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে লাইব্রেরীটি করা হয়েছে। জানা গেছে, সব রকমই বই থাকছেন এই লাইব্রেরীতে সব ভাষারই বই থাকছে।
এই প্রসঙ্গে ডিসি এস এস কুলদীপ বলেন, যেখানে লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে সেখানে সংশোধনাগার অর্থাৎ কারেকশন করার জন্য। সংশোধনাগারে যারা যাচ্ছে যেকোনোভাবে তারা কেউ কেউ হয়তো মেন্টালি ক্রিমিনাল হয় কেউ কেউ স্বাভাবিক। এখানে থেকে কেউ যাতে ফের ক্রিমিনাল কাজকর্ম না করতে পারে তার জন্য লাইব্রেরী খোলা হয়েছে যাতে তারা বই পড়ে ফের খারাপ কাজ জানো না করে। এইজন্য সংশোধনাগারে লাইব্রেরী খোলা হয়েছে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পাঞ্চলের সর্বস্তরের মানুষ।