সঙ্কেত ডেস্ক: পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর
রেল স্টেশন ভারতের খাদ্য নিরাপত্তা এবং মান্যতা কর্তৃপক্ষ এফএসএসএআই থেকে ‘ইট রাইট স্টেশন’ – এর শংসাপত্র পেয়েছে। সারা দেশে ১৫০টি রেল স্টেশনকে এই শংসাপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও, মালদা জেলার হরিশচন্দ্রপুর
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং কলকাতা রেল স্টেশনটিও এই শংসাপত্র পেয়েছে।
কলকাতার এসপ্লেনেড মেট্রো স্টেশনকেও এফএসএসএআই ‘ইট রাইট স্টেশন’ – এর শংসাপত্র প্রদান করেছে। সারা দেশে ৮টি মেট্রো স্টেশন এই শংসাপত্র পায়।
খাবার বিক্রেতাদের গুণগতমান নিরীক্ষণ, স্বচ্ছতা এবং খাবার ব্যবহারের উপর নির্ভর করে এফএসএসএআই এই শংসাপত্র দিয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *