সঙ্কেত ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। তবে সূত্রের খবর, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়নি। দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রে খবর।শনিবার সকাল থেকেই ফিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষের টানা জেলা করছিল সিবিআই। তারপর সন্ধ্যেবেলা তাঁকে নিজাম প্যালেস নিয়ে যেতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়। ওই ঘটনায় অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম উঠে আসে। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে ডাক্তারি পড়ুয়ারা। অবশেষে তাঁকে ইস্তফা দিতে হয় হাসপাতালে অধ্যক্ষের পদ থেকে। হাইকোর্টের নির্দেশে আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই।সেই তদন্তে বিভিন্ন মেডিক্যাল সামগ্রী সাপ্লাইতে বিপুল দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে টানা ১৫ দিন সন্দীপকে জেরা করে কেন্দ্র গোয়েন্দা সংস্থাটি। এই অবস্থায় সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএম এর সদস্যপদ হারান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তারপরেই সোমবার সন্ধ্যায় সন্দীপের গ্রেফতারের মাধ্যমে সমস্ত যবনিকা পতন হয়।
আর যখন তাঁকে গ্রেফতার করা হল, তখন কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযানের মধ্যেই এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেন, ‘যেটা পুলিশ করতে পারেনি, সেটা সিবিআই করে দেখিয়েছে।’ অপর একজন বলেন, ‘তাঁকে সিবিআই গ্রেফতার করল। অথচ এখনও স্বাস্থ্যভবন থেকে অপসারণ করা হয়নি।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *