নিজস্ব প্রতিবেদক,ঝাড়গ্রাম:
এ যেনো শান্তিনিকেতনের ছোঁয়া। জঙ্গলমহলের অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে ও দোল উৎসবে মেতেছেন জেলাবাসী। শুধু জেলার মানুষ নয়। কলকাতার বহু পর্যটক ঝাড়গ্রামে দোল উৎসবে মেতেছেন। ঝাড়গ্রাম শহরের বেশ কয়েকটি জায়গায় আয়োজিত হয় বসন্ত উৎসব আর সেখানেই জেলাবাসী থেকে শুরু করে বাইরের পর্যটকরাও মাতলেন। শান্তিনিকেতনের ছোঁয়া অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। কলকাতার পর্যটকরা জানাচ্ছে, দোল উৎসব মানেই আমরা জানি শান্তিনিকেতন কিন্তু এবারে দোল উৎসব পালন করতে আমরা ঝাড়গ্রামে এসেছি। এর পাশপাশি শুধু শহরে নয় শহরের পাশাপশি গ্রামে গ্রামে পালিত হচ্ছে দোল উৎসব। আর এই ভাবেই দোল উৎসবে ঝাড়গ্রামে আজ রঙিন হয়ে উঠেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *