নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বেলদা-কাঁথি রাজ্য সড়কের বেলদার সবুজ পল্লী সংলগ্ন এলাকায় রুটের বাস দ্রুতবেগে এসে অন্য একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা এক স্কুটি চালককে ধাক্কা মারে, এরপর স্কুটি ও আরোহী বাসের সামনের চাকায় আটকে গেলেও বেশ খানিকটা এগিয়ে গিয়ে বাসটি থামে।
দুর্ঘটনার পরেই স্থানীয়রা ছুটে আসেন , দীর্ঘ প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় বাসের নিচে থাকা ব্যাক্তি ও স্কুটিটিকে ক্রেনের সাহায্যে বের করে, গুরুতর আশঙ্কাজনক অবস্থায় বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই ওই ব্যাক্তির মৃত্যু হয় বলে জানা যায়। মৃত ব্যক্তির নাম গৌতম পাত্র,তার বাড়ি বেলদার অর্জুনি এলাকায়।
এদিকে দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা বাসটি ভাংচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলদা থানার পুলিশ। উত্তেজিত পরিস্হিতি প্রশমিত করে ঘাতক বাসটিকে উদ্ধার করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি তে আসা ব্যাক্তিকে ধাক্কা মেরে অনেকটা দূর টেনে নিয়ে যায়। ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি তোলেন এলাকার স্থানীয় বাসিন্দারা।