অঙ্কিতা চ্যাটার্জ্জী -:

ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন হলো ধনতেরাস। এইদিন তারা সোনা, রূপোর মত দামি জিনিস কিনে থাকেন। এক সময় ধনতেরাস শুধুমাত্র অবাঙালিরা পালন করলেও, বর্তমানে বাঙালিরাও পালন করেন। এদিন মূলত সোনা, রূপার জিনিসপত্র কেনাকাটা করা হয়। তাই এর অপর নাম হলো ধন ত্রয়োদশী। এই দিন লক্ষ্মী-গণেশের পুজোর পাশাপাশি ধনের দেবতা কুবেরেরও পুজো করা হয়।

সনাতনীদের মতে এইদিন লক্ষ্মীর অবস্থান রয়েছে এমন জিনিস কিনে আনলে সংসারে লক্ষ্মী আসেন, সুখ, শান্তি ও সৌভাগ্য আসে এবং অশুভ শক্তির বিনাশ হয়। আবার সেদিন এমন কিছু জিনিস আছে যেগুলো কিনলে সংসারে সুখের পরিবর্তে অসুখ, সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই কেনাকাটার আগে খেয়াল রাখা উচিত।

কি কি কেনা শুভ :-

পারদ শ্রীযন্ত্র – এই যন্ত্র জীবনে অর্থ-বৈভব ও সুখ-সমৃদ্ধি নিয়ে আসে।পুরোহিতের মাধ্যমে এটি বাড়ির মধ্যে অর্থ রাখার জায়গায় স্থাপিত করা উচিত। এছাড়া এদিন শ্রীধন বর্ষা যন্ত্র, কুবের যন্ত্র ও মহালক্ষ্মী যন্ত্রও কেনা উচিত।

লক্ষ্মী-গণেশ মূর্তি – ধনতেরাসে লক্ষ্মী-গণেশের মূর্তি কিনে আনার প্রথা ও দীপাবলির দিনে তার পুজো করা হয়।

সোনা-রুপোর মুদ্রা – ধনতেরাসের দিন সোনা-রুপোর মুদ্রা, অলংকার ও রুপোর বাসন কিনে দীপাবলির দিন লক্ষ্মী-গণেশের পুজোর সময় অবশ্যই পুজো করা উচিত। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন ও ধন-ধান্যের আশীর্বাদ দেন।

ধানের বীজ – এইদিন ধানের বীজ কিনে বাড়িতে অর্থ রাখার জায়গায় সেগুলি রেখে দীপাবলির দিন লক্ষ্মীপুজোয় ব্যবহার করা শুভ।

ঝাড়ু – অনেকেই মনে করেন ধনতেরাসে ঝাড়ু কেনা মানে ঝাড়ু মেরে অলক্ষ্মীকে বিদায় করা।

কী কী কেনা অশুভ :-

লোহা- মনে করা হয় ধনতেরসের দিন লোহার তৈরি জিনিস কিনলে সোনার অধিকর্তা দেবতা কুবের ক্ষুণ্ণ হন।

ইস্পাত- অনেকেই এই দিন ইস্পাতের তৈরি জিনিস কেনা ঠিক নয় বলে মনে করেন।

ধারালো সামগ্রী- ধনতেরাসের দিন বটি, ছুরি ইত্যাদির মত ধারালো জিনিস কেনাকে সংসারের পক্ষে অশুভ বলে মনে করা হয়।

ফাঁকা কলসি- ধনতেরাসের দিন ফাঁকা হাঁড়ি, কলসি কেনাকে অশুভ মনে করা হয়। তাই বাড়িতে ঢোকার আগে জল বা চাল কিনে ভরে নিতে হয়।

কাচের সামগ্রী- ধনতেরাসের দিন কোনও রকম কাচের সামগ্রী কেনা যাবে না। কারণ, কাচের সঙ্গে রাহুর সংযোগ আছে বলে মানে করা হয়।

তেল বা ঘি- ধনতেরাসের দিন তেল বা ঘি জাতীয় কিছু কেনা ঠিক নয়, আগে বা পরে কিনতে হয়। ত্রয়োদশী তিথি চলার মধ্যে একেবারেই নয়।

নকল সোনা- ধনতেরাসে নকল সোনার গহনা একেবারেই কেনা উচিত নয়।

(তথ্য সংগৃহীত)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *