সঙ্কেত ডেস্ক:আরজি কর-কাণ্ডে (RG Kar) উত্তাল গোটা দেশ। ধর্ষণের অপরাধে কঠোর শাস্তি চাই দোষীদের। কেন্দ্রের কাছে কড়া আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই চিঠির কোনও জবাব দেননি মোদী। ফের প্রধানমন্ত্রীকে এই ইস্যুতে চিঠি দিলেন মমতা। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে সেই চিঠি পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী।

‘সমাজের বৃহত্তর স্বার্থে’ শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ধর্ষণ এবং ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে যাতে কেন্দ্রীয় আইন নিয়ে আসা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যায় এবং সেই আইনে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার নিয়ম থাকে, সেই বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আপনাকে ফের আমি আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি।’ মমতা লিখেছেন, ‘আপনি দয়া করে ২২ আগস্টের আমার চিঠি (নং ৪৪-সিএম) মনে করতে পারেন (অনুলিপি সংযুক্ত) ধর্ষণের ঘটনায় কঠোর কেন্দ্রীয় আইন প্রণয়ন এবং এই ধরনের অপরাধের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তা সম্পর্কে।”আপনার কাছ থেকে কোন উত্তর পাওয়া যায়নি, এই ধরনের একটি স্পর্শকাতর বিষয়ে। যাইহোক, ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কাছ থেকে একটি উত্তর এসেছে (তাদের নং 1/RESC/HMWCD/2024 তারিখ ২৫ আগস্ট থেকে), যেটি আমার চিঠিতে উত্থাপিত ইস্যুটিকে খুব কমই গুরুত্ব দিয়েছে। এই সাধারণ উত্তর পাঠানোর সময় বিষয়টির গুরুত্ব এবং সমাজের সঙ্গে এর প্রাসঙ্গিকতাকে পর্যাপ্তভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে আমার ধারণা।’ মুখ্যমন্ত্রী লিখেছেন চিঠিতে।

সেইসঙ্গে ধর্ষণে অভিযুক্তদের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, তারও খতিয়ান তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে চিঠি পাঠিয়েছেন, তাতে তিনি দাবি করেছেন যে পকসো মামলার শুনানির জন্য ১০টি বিশেষ কোর্ট তৈরি করেছে রাজ্য সরকার। পুরো রাজ্যের টাকায় ৮৮টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চলছে। শুধুমাত্র পকসো মামলার জন্য চলছে ৬২টি কোর্ট। এইসব মামলার বিচারপ্রক্রিয়া শেষের বিষয়টি পুরোপুরি আদালতের হাতে আছে। সেইসঙ্গে ১১২ এবং ১০৯৮ হেল্পলাইন নম্বর আছে। জরুরি পরিস্থিতির জন্য ‘ডায়াল ১০০’ নম্বরও রয়েছে বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *