March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

নতুন কর কাঠামোয় বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়ের প্রস্তাব

সঙ্কেত ডেস্ক: আজ সংসদে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশকালে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেন, নতুন কর কাঠামো মধ্যবিত্তদের কর-এর বোঝা অনেকটা লাঘব করবে। এর ফলে, তাঁরা আরও বেশি পরিমাণ অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করতে পারবেন।

নতুন কর কাঠামোর আওতায় বছরে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোন কর দিতে হবে না।

৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে ধার্য কর-এর হার হবে ৫ শতাংশ।

বছরে ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর ধার্য হবে।

১২ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কর-এর হার হবে ১৫ শতাংশ।

১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় ও উপার্জনের ক্ষেত্রে ২০ শতাংশ হারে কর ধার্য হবে।

২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে ধার্য কর-এর হার দাঁড়াবে ২৫ শতাংশ।

২৪ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে এই হার হবে ৩০ শতাংশ।

বিষয়টি ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বেতনভোগী কর্মচারীদের বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনরকম আয়কর দিতে হবে না। নতুন কর কাঠামোয় ৭৫ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ কর ছাড়ের পরিমাণ দাঁড়াবে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা।

শ্রীমতী সীতারমন বলেন যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কর কাঠামোর সংস্কার সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন কর কাঠামো যাতে আয়করদাতাদের কাছে আরও সহজবোধ্য হয়ে ওঠে, সেই কারণে এই কর ব্যবস্থাকে আরও সরল করার প্রস্তাব করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.