নতুন দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৬০০-রও বেশি পঞ্চায়েত নেতা

সঙ্কেত ডেস্ক: নতুন দিল্লির কর্তব্য পথে আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য পঞ্চায়েতি রাজ মন্ত্রক ৬০০-রও বেশি পঞ্চায়েত নেতাকে আমন্ত্রণ জানিয়েছে। হর ঘর জল যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), মিশন ইন্দ্রধনুষ, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (আয়ুষ্মান ভারত), প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী পোষণ যোজনা, পিএম মুদ্রা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, কিষান ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন অগ্রণী প্রকল্পে পঞ্চায়েত স্তরে অসাধারণ অবদানের নিরিখে এই নেতাদের বাছা হয়েছে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, মহিলা ও শিশু উন্নয়ন, জল ও নিকাশী এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাজ্য ও জাতীয় স্তরে যেসব পঞ্চায়েত নেতা পুরস্কৃত হয়েছেন তাঁদেরও এই সমারোহে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণতন্ত্র দিবসে এই বিশেষ অতিথিরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুচকাওয়াজের সাক্ষী থাকবেন।
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২৫ জানুয়ারি নতুন দিল্লির এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অফিসার্স ইনস্টিটিউটে এই পঞ্চায়েত নেতাদের সম্বর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে ‘গ্রামোদয় সংকল্প’ পত্রিকার পঞ্চদশ সংস্করণ প্রকাশিত হবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক গত বছরের সংবিধান দিবসে তোমার সংবিধানকে জানো শীর্ষক যে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল, তার বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হবে এই অনুষ্ঠানে। পঞ্চায়েতি রাজ এবং মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।