নিজস্ব প্রতিনিধি:নতুন বছরে সাধারণ মানুষের জন্য সুখবর দিল মোদী সরকার। ফের কমল কেরোসিনের দাম। ২০২২ সালের জুন মাসে কেরোসিন তেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল । এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলি সমস্যার সম্মুখীন হয়েছিল।সেই সময় দেশের সব বিরোধী দল মোদী সরকারের কেরোসিন তেলের দাম বৃদ্ধির নীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। গরিবের জ্বালানির একমাত্র সম্বল কেরোসিনের দাম বৃদ্ধি করা হলে দেশের বিরাট অংশের জনতার উপর চাপ বাড়বে, এমনই অভিযোগ করেছিল তারা।

এরপর ধীরে ধীরে দাম কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।বিগত ৩ মাসে দেশে কেরোসিন তেলের দাম কমল ১১ টাকা।২০২৩ সালের নভেম্বরে কেরোসিনের দাম কমেছিল ৪টাকা ১০ পয়সা। তারপর ডিসেম্বরে কমেছিল ৪টাকা ৭০ পয়সা। আর নতুন বছরের শুরুতেই ২টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। যা সব মিলিয়ে প্রায় ১০ টাকারও বেশি। এই দাম কমানোর ফলে জেলায় কেরোসিন মিলবে ৭০ টাকার কিছুটা বেশি দরে।

বিরোধী রাজনৈতিক দলগুলির মত, শুধুমাত্র ভোটের জন্যই দাম কমানোর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাঁদের মত, কেরোসিনের দাম বৃদ্ধির ফলে প্রান্তিক মানুষজন খুবই সমস্যায় পড়েছেন। যাঁরা বি পি এল তালিকা ভুক্ত তাঁদের অনেকেই অর্থিক অনটনের মুখে পড়েছেন। মোদি সরকার শুধুমাত্র ভোট পাওয়ার জন্য দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *