নিজস্ব প্রতিনিধি:পৌষ সংক্রান্তির দিন থেকেই শুরু হয়েছে ৫২ হাত কালীপুজো । এ প্রতিমা আকারে যেমন বিশাল, তেমন তার রূপ। জানা যায় ১৫ ই জানুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে, এই পুজো চলবে আগামী 23 শে জানুয়ারি পর্যন্ত। এই প্রতিমা দেখতে বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেন প্রতিমা দর্শন করতে। নদীয়া শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুর ঘাটে এই পুজো পুজিত হয়ে আসছে দীর্ঘ প্রায় ৪৬ বছর ধরে। উদ্যোক্তারা জানান প্রথম বছর তাদের প্রতিমার উচ্চতা ছিল 22 হাত , এরপর প্রায় ৪৫ বছর ধরে বছর তাদের প্রতিমার উচ্চতা প্রায় ৫২ হাত। তাই এই পুজো ৫২ হাত কালী নামে পরিচিত।
এখানে প্রতিমার উচ্চতা বিশাল আকার হওয়ার কারণে মন্ডপেই দুমাস ধরে প্রতিমা তৈরি করা হয়,এছাড়াও জানা যায় মন্ডপের ঢিল ছড়া দূরত্বে গঙ্গা নদী থাকলেও প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে ,তারা দমকলের সহযোগিতায় প্রতিমা নিরঞ্জন করা হয়। মন্ডপের ঘাট লাগুয়া বর্ধমান , হুগলি জেলা, তাই নদীপথে পার হয়ে বহু মানুষ আসেন এখানে প্রতিমা দর্শন করতে। সারা বছর ধরে এই এলাকার মানুষ অপেক্ষা করে থাকেন এই পূজোর । পুজোর এই কটা দিন এলাকার মানুষ থেকে শুরু করে বহু দূর দুরান্তের মানুষ মেতে থাকেন পুজোকে ঘিরে পাশাপাশি এই পুজোকে ঘিরে বসে গ্রামীণ মেলা।