নিজস্ব প্রতিবেদক, কলকাতা: একদিকে যখন গ্রীষ্মের প্রখর দাবদাহ অন্য দিকে তখন পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ । এমতাবস্থায় নববর্ষের কার্ড, ভালোবাসার চিঠি আর বাঙ্গালীর প্রিয় মিষ্টি রসগোল্লা নিয়ে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে অখিলভারত হিন্দুমহাসভা পশ্চিমবঙ্গ প্রদেশ ১৭ই এপ্রিল ২০২৪ তারিখ নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশন, রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের রাজ্য অফিস এবং রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতাপার্টির রাজ্য অফিসে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে যাচ্ছেন । চন্দ্রচূড় বাবুর কথায় অখিলভারত হিন্দুমহাসভা যেহেতু প্রায় পঁচাত্তর বছর পর দলগত ভাবে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে তাই ইতিহাসকে স্পর্শ করার এই মহেন্দ্রক্ষনে ওনারা চান এবারের নির্বাচন হোক সম্পূর্ণ ভাবে প্রাণহানি ও রক্তপাত বিহীন । মতাদর্শগত পার্থক্য থাকলেও রাজনৈতিক দল এবং ব্যক্তিত্বদের কখনোই পরস্পরকে অসংসদীয় ভাষায় সীমা অতিক্রম করে আক্রমণ করা উচিৎ নয় । গণতন্ত্রের মহোৎসব লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলগুলির মধ্যে অবশ্যই রাজনৈতিক সৌজন্য এবং পারস্পরিক সম্মান বজায় থাকা উচিৎ । সেই সাথে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে সুনিশ্চিত করে প্রতিটি রাজনৈতিক দলের উচিৎ নির্বাচনের ফলাফলকে জনাদেশ হিসেবে গ্রহণ করে মাথা পেতে মেনে নেওয়া । এই বছর বিজয়ার মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় থেকে শুরু হওয়া যে রাজনৈতিক সৌজন্য ও সম্প্রীতির নিদর্শন হিন্দু মহাসভা দিয়েছে তারই ধারাবাহিকতা নববর্ষের শুভেচ্ছা বিনিময়েও বজায় থাকলো ।*