সঙ্কেত ডেস্ক: বছরের শুরুতে নতুন ক্লাসে বই বিতরণের সময় নবম শ্রেণির পড়ুয়ার ব্যাগে মিলল পিস্তল ও কার্তুজ। মঙ্গলবার এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বংশীহারির সুদর্শনপুর হাই স্কুলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পিস্তল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। সঙ্গে অভিযুক্ত ছাত্রকেও আটক করে নিয়ে গিয়েছে তারা।। স্কুল পড়ুয়ার ব্যাগে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র? তা নিয়ে ধন্দে সহপাঠী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সকলে।

পুরো বিষয়টি খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ। জানা গেছে ওই স্কুল পড়ুয়া সুদর্শননগর পিএইচএইচভিআই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এদিন বিদ্যালয়ে চলছিল বই বিতরণ কর্মসূচী। সেই সময় ওই স্কুল পড়ুয়ার ব্যাগে কিছু লুকানোর বিষয় নজরে আসে অন্য সহপাঠীদের। বিষয়টি শিক্ষকদের নজরে আসার সঙ্গে সঙ্গে তার ব্যাগ নিয়ে তল্লাশি চালানো হয়। এরপরেই উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। এই সব দেখে ভয় পেয়ে যান খোদ শিক্ষক শিক্ষিকারাও। খবর দেওয়া হয় বংশীহারী থানায়।পরে পুলিশ এসে ওই নাবালককে থানায় নিয়ে যায়। ওই নাবালকের কাছে কোথা থেকে আগ্নেয়স্ত্রটি এলো তার খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই আগ্নেয়াস্ত্রটি এর আগেও স্কুলে নিয়ে এসেছিল কি না তাও খতিয়ে দেখছে তারা।
এই পিস্তল উদ্ধারের বিষয়ে IC মনোজিৎ সরকার জানিয়েছেন, “ওই ছাত্রকে আটক করা হয়েছে। সে কোথা থেকে ওই অগ্নেয়াস্ত্র পেল? কেন সে স্কুলে অগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তা জানার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে তার পরিবারের কেউ যুক্ত কি না তা জানতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযুক্তকে বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়”।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *