নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :
মেদিনীপুর শহরে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে ‘মেদিনীপুর শিশু হাসপাতাল’।জেলার ধর্মা সংলগ্ন এলাকায় ৬০ নং জাতীয় সড়কের ধারে নবরূপে সজ্জিত করা হয়েছে এই হাসপাতাল।এই হাসপাতালে শিশুদের বিশেষ স্বাস্থ্য পরিষেবা সহ স্ত্রী ও প্রসূতি বিভাগও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন নব সুসজ্জিত হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের ক্রেতা, সুরক্ষা ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের বোর্ড অফ ডাইরেক্টর চিকিৎসক ডাঃ বি.বি.মন্ডল, জয়ন্তী মন্ডল, অধ্যাপিকা স্বাথী মন্ডল সহ হাসপাতালের সকল একাধিক কর্মচারীরা।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আর বাইরে কোথাও জেলার মানুষকে হন্যে হতে হবে না।এখানে উন্নত পরিকাঠামোর সাথে একই ছাদের তলায় মা এবং শিশুরা জটিল অপারেশন সহ স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন।এদিন হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।