সঙ্কেত ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’। এদিন কলকাতা এবং হাওড়া থেকে একাধিক মিছিল আসার কথা নবান্নের দিকে। লালবাজার সূত্রে খবর, সেই মিছিলগুলি আটকাতে সবরকম ব্যবস্থা নিয়েছে পুলিশ। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম সাঁতরাগাছি। মঙ্গলবার প্রতিবাদীরা ব্যারিকেড ভাঙায় পুসাঁতরাগাছিতে ব্যাপক উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ পুলিশের। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জমায়েত।

অন্যদিকে,হাওড়া ব্রিজের ঠিক মুখেই পুলিশের ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন কয়েকজন। ব্রিজের সামনে জমায়েত হয়। জাতীয় পতাকা হাতে ব্যারিকেডে উঠে পড়েন একজন। শেষপর্যন্ত জলকামান চালিয়ে ছত্রভঙ্গ করে দিল পুলিশ। সেখানেও ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে। প্রতিবাদীদের অনেকে ব্যারকেড খুলে টেনে নিয়ে যান। নবান্ন অভিযানের মিছিল থেকে এদিন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি উঠেছে।

জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযান। সেই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করা হয়েছে। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দাবি এক, দফা এক, মমতা বন্দ্যোপাধ্যায়’-র মতো স্লোগান উঠেছে। অভিযানে মিছিলে শামিল হয় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *