নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:

দুয়ার সরকার কর্মসূচির সাফল্য দেখে এবার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়ে নানাবিধ সমস্যার সমাধানে তৎপর হলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার প্রশাসনিক আধিকারিক। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নেতৃত্বে আধিকারিকদের একটি দল পৌঁছে যাচ্ছেন মহাকুমার বিভিন্ন গ্রামগুলির প্রত্যন্ত এলাকায়। সেখানেই সবার সাথে মাটিতে বসে শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তৎক্ষণাৎ এবং অভিযোগের সমাধান কিভাবে সম্ভব সেই বিষয়েও তদারকি করছেন তিনি। এতদিন পর্যন্ত যে সমস্ত অফিসে ছুটে ছুটে সমস্যার সমাধান করতে হতো সেই আধিকারিকদের নিজেদের পাড়ায় এমনভাবে হাজির হতে দেখে রীতিমতো অবাক গ্রাম গঞ্জের মানুষজন।
অন্যদিকে মহকুমা শাসক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সমস্ত জনমকে প্রকল্প গুলি চালু হয়েছে সেগুলির সুবিধা কতটা সাধারন মানুষ পাচ্ছেন সে ব্যাপারে খোঁজ নিতে এই উদ্যোগ আমরা নিয়েছি।। যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি আগামী দিনের এই প্রক্রিয়া বজায় রাখার চেষ্টা করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *