তারক হরি, পশ্চিম মেদিনীপুর:

পারিবারিক অশান্তির জের!ফের এক নারকীয় ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার সবং।
পারিবারিক অশান্তি চরমে উঠেছিল, অশান্তি সমাধানে এক নারকীয় ঘটনা ঘটালো স্বামী। স্ত্রীর গলার নলি কেটে ফেরার অভিযুক্ত ।
এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত মোহাড় অঞ্চলের বরদা এলাকায়।মৃত গৃহবধুর নাম উমা দাস জানা (২৯)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত প্রায় পনেরো বছর আগে সবং নিবাসী গুরুপদ জানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উমা।তাদের একটি বছর চৌদ্দর নাবালক ছেলেও রয়েছে। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে অশান্তি চরমে পৌঁছাত।সেই মতো মঙ্গলবার রাতেও স্বামী – স্ত্রীর ঝগড়া হয়েছিল। এরপর তারা রাতের খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার ভোর নাগাদ গুরুপদ ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে পর পর তাঁকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। ছুরি দিয়ে স্ত্রীর গলার নলি কেটে ফেলে গুরুপদ। এদিকে এই ভয়াবহ ঘটনা সংঘটিত হওয়ার সময় পাশে থাকা ঘুমন্ত ছেলে ভয়ে সিটিয়ে পড়ে।সেই সময় সেও তার বাবাকে বাঁধা দিতে গেলে তাকেও অস্ত্র দিয়ে আঘাত করে।
ঘটনার পরেই চিৎকার চেঁচামচি যখন পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশিরা পান ,সেই সময়ই চম্পট দেয় অভিযুক্ত।
ঘটনার পরেই রক্তাক্ত গৃহবধূ ও ছেলে কে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে গৃহবধূকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছেলে।
ইতিমধ্যেই মৃত গৃহবধূর বাপের বাড়ির তরফে খুনের অভিযোগ তুলে সবং থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কি কারণে এমন নারকীয় ঘটনা ঘটালো স্বামী,সব দিক খতিয়ে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সবং থানার পুলিশ।নিশংস এই ঘটনায় হতবাক প্রতিবেশীরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *