সঙ্কেত ডেস্ক: কলকাতা আরজি কর হাসপাতালের ঘটনার ২২ দিন অতিক্রান্ত। অবশেষে দেশের নারী নিরাপত্তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আজ দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় বিচারকদের উদ্দেশে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে মোদী বলেন, ‘দেশে মহিলাদের নিরাপত্তার জন্য অনেক কঠোর আইন রয়েছে। তবে নারী নির্যাতন আটকাতে সেই আইনগুলিকে প্রয়োগ করে আরও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’
আজ নরেন্দ্র মোদীবলেন, ‘বর্তমান সময়ে যে নৃশংসতা দেখা যাচ্ছে, তাতে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নারীর প্রতি অত্যাচারের ক্ষেত্রে যত দ্রুত বিচার করতে হবে। তাঁরাই দেশের জনসংখ্যার আর্ধেক। তাই নারী নির্যাতন মামলা যত দ্রুত বিচার হবে, নারী নিরপত্তা নিয়ে ততই এই সমাজ আস্বস্ত হবে।’ এই আবহে মোদী আজ বলেন, ‘বিচার প্রক্রিয়ায় যাতে দেরি না হয়, তা নিশ্চিত করতে গত এক দশকে অনেক পদক্ষেপ করা হয়েছে। বিচার ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য সরকার ১০ বছরে আট হাজার কোটি টাকা খরচ করেছে। বিচার ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য গত ২৫ বছরে যে অর্থ খরচ করা হয়েছিল, তার ৭৫ শতাংশ ১০ বছরেই খরচ করেছে বিজেপি সরকার।
উল্লেখ্য, আরজি করের ঘটনার পরেই নারী নির্যাতন বিরোধী আরও কড়া আইন আনতে কেন্দ্রের উপর চাপ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।গত ৯ অগাস্ট আরজি করের ঘটনার পর এখনও পর্যন্ত ধর্ষণ-বিরোধী কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু বার চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, মমতার দ্বিতীয় চিঠির ২৪ ঘণ্টার মধ্যেই দেশে নারীদের উপর অত্যাচার রুখতে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী। ঘটনার পর তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এক জনকেই। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে ঘটনার পরের দিনই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সিবিআই এখনও কাউকে গ্রেফতার করেনি। এই পরিস্থিতিতে দ্রুত বিচারের বার্তা দিলেন মোদীও।