নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন ট্রাফিক পুলিশ
নিজস্ব প্রতিনিধিঃ আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন ট্রাফিক পুলিশ।জানা যায় আসানসোল ভগৎ সিং মোড় স্থিত ট্রাফিক পোস্টে কর্মরত ট্রাফিক পুলিশ বলেন একটি প্রায় সাড়ে চার বছরের শিশু ভগৎসিং মোড় সংলগ্ন একটি মিষ্টির দোকানের সামনে কাঁন্নাকাটি করছিলো।সেই সময় শিশুটিকে কিছু লোক কোলে তুলে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইছিলো।বিষয়টি নজরে আসতেই কর্মরত ওই ট্রাফিক পুলিশ তাঁদের বাঁধা দেয় এবং শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে শিশুটির পরিবারের খোঁজ খবর জোগাড় করতে শুরু করেন।এবং শিশুটির স্কুলের পরিচয় পেয়ে স্কুলের সাথে যোগাযোগ করে শিশু টির অভিবাবকের ঠিকানা ও ফোন নম্বর জোগাড় করে এবং শিশুটির মায়ের সাথে যোগাযোগ করে প্রকৃত পরিচয় দিয়ে শিশুটি নিয়ে যাওয়ার কথা বলা হয়।যদিও শিশুটির মা বলেন তিনি কর্মসূত্রে বাড়ি থেকে সকাল ১১টা নাগাদ অফিসে যায় এবং তারপরে বাড়ি থেকে তার স্বামী জানান শিশুটিকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এরপর খোঁজাখুঁজি শুরু করেন এবং পুলিশকে জানানো হয়। তারপরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফোন করে শিশুটি পাওয়া গেছে গেছে বলে যানান।যদিও শিশুটির বাবা বলেন শিশুটির নাম অন্যনা ঘোষ সাড়ে চার বছর বয়স কিডজি স্কুলের ছাত্র। শিশু টিকে ফিরে পেয়ে কর্মরত ট্রাফিক পুলিশকে সাধুবাদ জানান শিশুটির পরিবার।শুশুটি আসানসোল LIC সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়।