সঙ্কেত ডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এটাই কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের শেষ বাজেট (Budget)। লোকসভা নির্বাচনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বলে জানালেও, লক্ষ্মীবারে ঘোষিত বাজেটে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তের বাসস্থানের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।লোকসভা নির্বাচন এর আগে দেশের মধ্যবিত্তদের মন জয়ের জন্য বাজেটে বিশেষ নজর দেওয়া হল। এই আবহে এবাররের অন্তর্বর্তীকালীন বাজেটে মধ্যবিত্তদের জন্য নয়া গৃহায়ণ প্রকল্প চালুর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। যেখানে, যাঁরা ভাড়া বাড়িতে থাকেন কিংবা বস্তিতে থাকেন, তাঁরা সহজে বাড়ি পেতে পারেন। বাড়ি পেতে তাঁদের সাহায্য করা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই নিয়ে বাজেট প্রস্তাব পেশের সময় সংসদে নির্মলা বলেন, ‘আমাদের সরকার মধ্যবিত্তদের সাহায্যের জন্য একটি গৃহায়ণ প্রকল্প চালু করব। যে সকল মধ্যবিত্তরা ভাড়া বাড়ি, বস্তি বা বেআইনি কলোনিতে থাকেন, তাঁরা যাতে নিজেদের বাড়ি কিনতে বা বানাতে পারে, তার জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’এসবের পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে (গ্রামীণ) আগামী ৫ বছরে দরিদ্রদের জন্য আরও ২ কোটি নতুন বাড়ি নির্মাণ করা হবে বলে ঘোষণা করেন নির্মলা।তিনি বলেন, আমাদের সরকার গত ১০ বছরে অনেক কাজ করেছে। আমাদের সরকার নারীদের জন্য অনেক কাজ করেছে। তিন তালাক অবৈধ প্রমাণিত হয়েছে। সীতারামন বলেন, আমাদের সরকারও জিডিপি নিয়ে অনেক কাজ করছে। আমরা সার্বিক উন্নয়নে জোর দিচ্ছি। আমাদের অর্থনীতি খুব ভালো চলছে। মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকার রাজ্যগুলিকেও উন্নয়নে সাহায্য করবে। আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি হবে। তিনশ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ছাদে সোলারা প্যানেল বসানোর মাধ্যমে প্রতি মাসে ১ কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে এই এক কোটি পরিবার। বছরে ১৫ থেকে ১৮ হাজার টাকা বাঁচবে তাঁদের।এসবের পাশাপাশি দেশের দরিদ্র পরিবারগুলি যাতে রান্নার গ্যাসও খুব সহজে পায়, সেই ব্যবস্থাও কেন্দ্রীয় সরকারের তরফে করা হয়েছে বলে জানান নির্মলা সীতারামন।