সংবাদদাতা,নাদিয়া: দেশ আগে, আর দেশ কে শত্রুর হাত থেকে রক্ষা করতে গেলে সৈন্য বাহিনীর হাতে থাকতে হবে অত্যাধুনিক অস্ত্র। এই দেশাত্ববোধক চিন্তা ভাবনা কে বাস্তবায়ন করতে এবার নিজেই মডেল অস্ত্র তৈরি করলেন এক ব্যক্তি। বিজ্ঞান সম্মত না হলেও নিজের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে 300 এরও বেশী কাল্পনিক অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছেন নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাসিন্দা আনন্দ বৈদ্য। পেশায় কর্মকার ও লোহার সামগ্রী তৈরির কারিগর আনন্দ বৈদ্য গত 20 বছর ধরে নিজের কাজের ফাঁকে সময় বার করে তৈরি করেছেন যুদ্ধে ব্যবহৃত ট্যাংক, মিসাইল, বিভিন্ন ধরণের ছোট বড় আগ্নেয়াস্ত্র, যুদ্ধ বিমান, সহ একাধিক অস্ত্র। শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও কারিগরি দক্ষতা কে কাজে লাগিয়ে বহু সময় ব্যায়ে বিভিন্ন মেটাল ব্যবহার করে তৈরি এই মডেল অস্ত্র দেখে যদি আসল অস্ত্র তৈরি হয় তবেই আসবে আসল সার্থকতা বলেই দাবি কারিগর আনন্দ বৈদ্যের। ইতিমধ্যেই রানাঘাট লোকসভার সাংসদ সহ রাজ্যের বিভিন্ন জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ এই কাল্পনিক মডেল অস্ত্র দেখতে বাদকুল্লায় এসেছেন। শিল্পীর আশা নতুন প্রজন্ম এই দেখে যদি দেশের জন্য নিজেকে নিয়োজিত করতে উদ্যোগী হয় তবেই দেশ এগোবে, আসবে সফলতা।