বাঁকুড়া : নিম্ন চাপের কারণে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে । কখনো মাঝারি বৃষ্টি আবার কখনো ভারি বৃষ্টিপাত । যার কারণে স্বাভাবিকভাবেই সোনামুখীর দামোদর নদীর উপর রোন্ডিয়া ড্যামে বেড়েছে জলস্তর । অন্যদিকে দামোদর তীরবর্তী এলাকার সাধারণ মানুষরা আতঙ্কিত রয়েছেন । এরপর যদি জলস্তর আরো বাড়তে থাকে তাহলে এলাকায় যেমন জল ডুবে তেমনি বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়বে । যদিও বাঁকুড়া জেলা প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে । সাধারণ মানুষদের যাতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয় সে বিষয়ে নজর রেখেছে বাঁকুড়া জেলা প্রশাসন । তবে নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়াতেও খুশি স্থানীয় মৎস্যজীবীরা । তারাও সারা বছর এই বর্ষার জন্য অপেক্ষা করে থাকেন । কেননা বর্ষাকালে তারা দুটো বাড়তি পয়সা রোজগার করতে পারেন । সামনেই দুর্গাপুজো তার আগে দামোদর নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়াতে মৎস্যজীবীরা দুটি বাড়তি পয়সা রোজগার করতে পারছেন ।