তারক হরি, পশ্চিম মেদিনীপুর
নিয়ন্ত্রণ হারিয়ে চলমান অটোতে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলে মৃত্যু এক বৃদ্ধার।
জানা গিয়েছে, বেলদা এলাকার ১৩ জন বাসিন্দা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে কলকাতায় রওনা দিয়েছিলেন।গতকাল সোমবার তারা ভোররাতে খড়গপুর স্টেশনে নামেন।এরপর সেখান থেকে অটোতে চড়ে বাড়ি ফেরার পথে চলমান অটোতে ধাক্কা মারে এক গাড়ি ।এই ধাক্কার ফলে অটোটি আবার একটি লরিতে গিয়ে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় অটোটি।
কমবেশি সকলেই আহত হন, অটো তে থাকা যাত্রীদের মধ্যে এক বৃদ্ধার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় ওনাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।মৃত বৃদ্ধার নাম গীতা সামন্ত,বয়স আনুমানিক ৬৭ বছর।
আহতদের সকলের বাড়ি বেলদা এলাকায়।তবে মৃত ব্যক্তির বাড়ি দাতনের পলাশি গ্ৰামে।
ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ।তবে আহতদের কিছু জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।