নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ি ভেঙে ঢুকে পড়ল মারুতি ভ্যান, দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যান। দ্রুত তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয়রা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঘাটালের দলবতিপুর এলাকায় রাস্তার পাশে একটি দোচালা ঘরের সামনের অংশ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি মারুতি ভ্যান। দুর্ঘটনার পরেই স্থানীয়রা তড়িঘড়ি মারুতি ভ্যান এর চালক কে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গাড়িতে অন্য কোনও যাত্রী না থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে বাড়িটির সামনের অংশ ভেঙে গিয়েছে।
দুর্ঘটনার পরেই ঘাটাল থানার পুলিশ ভ্যানটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।