সঙ্কেত ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হল স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রীকে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে এবার গ্রেফতার হলেন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন। বৃহস্পতিবার রাতে তাঁকে বাঁকুড়ায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এই দুর্নীতিতে ২১ ফেব্রুয়ারি গ্রেফতার হয়েছিলেন সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুন।এর পর থেকে ‘ফেরার’ ছিলেন সিরাজউদ্দিন।
জানা গিয়েছে, শেখ সিরাজউদ্দিন শালডিহা কলেজের অধ্যক্ষ। বাঁকুড়া শালডিহা কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দিন ২০১৬ সাল থেকে ২০২৪ সালের শুরু পর্যন্ত SSC-র পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। অভিযোগ, সেইসময় প্রভাব খাটিয়ে তাঁর স্ত্রীকে স্কুলে চাকরি করিয়ে দিয়েছিলেন সিরাজুদ্দিন।২০১৯ সালে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিজের স্ত্রী জেসমিনা খাতুনকে চাকরি পাইয়ে দেন তিনি। বাঁকুড়ার ইন্দাস ব্লকের ভাতড়া শ্রীদুর্গা বিদ্যায়তনে সংস্কৃতর শিক্ষিকা পদে নিযুক্ত হন জেসমিনা। আদালতের নির্দেশে মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমেছিল সিআইডি। সেই দুর্নীতির তদন্তে নেমে সিরাজউদ্দিনের দুর্নীতির খোঁজ পান তদন্তকারীরা।শুক্রবার তাঁকে আদালতে পেশের সময় অভিযুক্ত শেখ সিরাজউদ্দিনকে সাংবাদিকরা প্রশ্ন করলেও কোনও জবাব দেননি তিনি।এদিন তাকে আদালত পেশ করলে ২৭ মার্চ পর্যন্ত সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক।